ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৬
পুরুষ ও মহিলার পাশাপশি দাঁড়ানো
(৬৫৬) উমার ইবন খাত্তাব রা.কে প্রশ্ন করা হয়, পুরুষ ও মহিলাকে যদি এরূপ একটি ছোট্ট ঘরের মধ্যে সালাত আদায় করতে হয়, যেখানে ঘরের মধ্যে থাকতে হলে মহিলাকে পুরুষের পাশাপাশি দাঁড়াতে হবে, আর পেছনে দাঁড়াতে হলে ঘরের বাইরে যেতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে? তিনি বলেন, তুমি তোমার ও তার মাঝে একটি কাপড় দিয়ে পর্দা করবে এরপর সে ইচ্ছা করলে তোমরা পাশাপাশি সালাত আদায় করতে পারবে।
عن عمر بن الخطاب رضي الله عنه في الرجل إذا صلى مع المرأة في بناء ضيق إن صلى فيه كانت بحذائه وإن صلت خلفه خرجت من البناء قال تستر بينك وبينها بثوب ثم تصلي بحذائك إن شئت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৫৬ | মুসলিম বাংলা