ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৬
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (তাহাজ্জুদের) সালাতে দাঁড়ালেন । আমি এসে তাঁর বামে দাঁড়ালাম। তখন তিনি আমার হাত ধরে আমাকে ঘুরিয়ে তাঁর ডানে দাঁড় করিয়ে দিলেন। এরপর জাব্বার ইবন সাখর এল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর বামে দাঁড়াল। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের দুজনেরই হাত ধরে পেছনে ধাক্কা দিয়ে আমাদের দুইজনকে তাঁর পেছনে দাঁড় করিয়ে দিলেন।
عن جابر رضي الله عنه قال: ...فقام رسول الله صلى الله عليه وسلم ليصلي فقمت عن يسار رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فأدارني حتى أقامني عن يمينه ثم جاء جبار بن صخر فقام عن يسار رسول الله صلى الله عليه وسلم فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدينا جميعا فدفعنا حتى أقامنا خلفه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৬৪৬ | মুসলিম বাংলা