ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৭
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৭) তাবিয়ি আব্দুর রহমান ইবনুল আসওয়াদ (৯৯ হি.) তার পিতা আসওয়াদ ইবন ইয়াযীদ (৭৫ হি.) থেকে বলেন, তিনি (আসওয়াদ) ও আলকামা ইবন কাইস (৬২ হি.) ইবন মাসউদ রা.র বাড়িতে গমন করে ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। তিনি অনুমতি প্রদান করেন। এরপর তিনি আমার ও আলকামার মাঝে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে করতে দেখেছি।
عن عبد الرحمن بن الأسود عن أبيه قال: استأذن علقمة والأسود على عبد الله فأذن لهما ثم قام فصلى بيني وبينه ثم قال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعل

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত মসজিদের সংকীর্ণতা বা কোনো ওযর- অসুবিধার কারণে এভাবে করেছিলেন। তাবিয়ি ইবন সীরীন একথা বলেছেন। জাবিরের হাদীসে যেরূপ বলা হয়েছে সেইরূপে (দুইজন মুকতাদি হলে ইমামের পেছনে) দাঁড়ানোই সুন্নাত। আল্লাহই ভালো জানেন ।

[গ্রন্থকার টীকায় বলেন, নীমাবি বলেছেন, হাদীসটির সনদ হাসান। দেখুন: নীমাবি, আসারুস সুনান, পৃ. ১৬২। -সম্পাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান