ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৫
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৫) ইবন আব্বাস রা. বলেন, আমি একরাতে আমার খালা (নবী-পত্নী) মাইমুনার ঘরে রাত-যাপন করলাম। রাতে রাসূলুল্লাহ (ﷺ) ঘুমালেন । রাতের গভীরে রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে উঠে একটি টাঙানো পানির মশক থেকে পানি নিয়ে হালকা ওযু করলেন। এরপর সালাতে দাঁড়ালেন। আমি তাঁর ওযুর অনুরূপ ওযু করলাম। এরপর এসে তাঁর বামে দাঁড়ালাম । তিনি আমাকে ঘুরিয়ে তাঁর ডানে দাঁড় করিয়ে দিলেন। এরপর তিনি আল্লাহর মর্যি মতো সালাত আদায় করলেন।
عن ابن عباس رضي الله عنه قال: بت عند خالتي ميمونة ليلة فنام النبي صلى الله عليه وسلم من الليل فلما كان في بعض الليل قام النبي صلى الله عليه وسلم فتوضأ من شن معلق وضوءا خفيفا وقام يصلي فتوضأت نحوا مما توضأ ثم جئت فقمت عن يساره فحولني فجعلني ثم صلى عن يمينه ما شاء الله
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৬৪৫ | মুসলিম বাংলা