ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৪
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সারিগুলো প্রতিষ্ঠিত করবে, কাঁধগুলো মিলিয়ে সমান্তরাল করবে, ফাঁক পূরণ করবে এবং তোমাদের ভাইদের হাতে নরম হবে**। তোমরা শয়তানের জন্য ফাঁক রেখে দেবে না। যে ব্যক্তি কাতার মিলিয়ে দেবে আল্লাহ তাকে মিলিয়ে দিবেন এবং যে ব্যক্তি কাতার কর্তন করবে আল্লাহ তাকে কর্তন করবেন।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أقيموا الصفوف وحاذوا بين المناكب وسدوا الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله
