ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৫
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাতারগুলো পরিপূর্ণ সোজারূপে প্রতিষ্ঠিত করবে; কারণ কাতার প্রতিষ্ঠিত করা সালাতের সৌন্দর্য।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أقيموا الصف في الصلاة فإن إقامة الصف من حسن الصلاة
