ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৩
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩৩) আব্দুল্লাহ ইবন আরকাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সালাতের ইকামত হয়ে যায় এবং তোমাদের কেউ শৌচাগারে গমনের প্রয়োজন অনুভব করে তাহলে সে প্রথমে শৌচাগারে যাবে।
عن عبد الله بن الأرقم رضي الله عنه مرفوعا: إذا أقيمت الصلاة ووجد أحدكم الخلاء فليبدأ بالخلاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৩৩ | মুসলিম বাংলা