ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩২
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের উপস্থিতিতে কোনো সালাত নেই এবং মলমূত্রের বেগ থাকা অবস্থায় কোনো সালাত নেই।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: لا صلاة بحضرة الطعام ولا هو يدافعه الأخبثان
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)