ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩১
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩১) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো রাতের খাবার রাখা হয় এবং এমতাবস্থায় সালাতের ইকামত দেওয়া হয় তাহলে তোমরা আগে খাবার গ্রহণ করবে খাদ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا وضع عشاء أحدكم وأقيمت الصلاة فابدءوا بالعشاء ولا يعجل حتى يفرغ منه
