ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২০
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো নবী সশব্দে সুললিতভাবে কুরআন পাঠ করলে আল্লাহ যেভাবে তা শ্রবণ করেন সেভাবে আর কিছুই তিনি শ্রবণ করেন না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما أذن الله لشيء كأذنه لنبي (حسن الصوت) يتغنى بالقرآن يجهر به
