ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬১৯
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে তার জন্য বর্ধিত হারে একটি নেকি লেখা হবে এবং যে ব্যক্তি একটি আয়াত তিলাওয়াত করবে কিয়ামতের দিন তা তার জন্য নূর বা জ্যোতি হয়ে যাবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من استمع إلى آية من كتاب الله تعالى كتب له حسنة مضاعفة ومن تلاها كانت له نورا يوم القيامة
