ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬১৮
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৮) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর গ্রন্থের একটি বর্ণ পাঠ করবে তার জন্য একটি পুণ্য আর পুণ্য দশগুণ দেওয়া হবে । আমি বলছি না যে, আলিফ-লাম-মীম' একটি বৰ্ণ । কিন্তু 'আলিফ' একটি বর্ণ, ‘লাম’ একটি বর্ণ এবং ‘মীম' একটি বর্ণ।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول الم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
