ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১৭
কুরআন পাঠে পারং্গমের মর্যাদা এবং কুরআন পাঠ ও শ্রবণের মর্যাদা
(৬১৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআন আলোচনা ও পুনরাবৃত্তি করবে; কারণ উট যেমন তার দড়ি খুলে পালিয়ে যেতে চায়, কুরআন তার চেয়েও বেশী দ্রুত পালিয়ে যায় মানুষের হৃদয় থেকে।
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: استذكروا القرآن فلهو أشد تفصيا من صدور الرجال من النعم بعقلها
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৬১৭ | মুসলিম বাংলা