ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২১
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২১) বারা' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআনকে তোমাদের স্বরশব্দ দ্বারা সৌন্দর্যময় করবে। কারণ সুন্দর কণ্ঠস্বর কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে ।
عن البراء رضي الله عنه مرفوعا: زينوا القرآن بأصواتكم فإنّ الصوت الحسن يزيد القرآن حسنا
