ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১৩
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১৩) যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআনকে জোরালো উচ্চারণের সাথে অবতীর্ণ করা হয়েছে।
عن زيد بن ثابت رضي الله عنه مرفوعا: أنزل القرآن بالتفخيم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬১৩ | মুসলিম বাংলা