ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১২
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১২) তাবিয়ি কাতাদাহ বলেন, আনাস রা.কে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ (ﷺ) এর কুরআন পাঠ কেমন ছিল? তিনি বলেন, তাঁর কুরআন পাঠ ছিল টেনে টেনে দীর্ঘায়িত করে। এরপর তিনি পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রাহীম। তিনি 'বিসমিল্লাহ' দীর্ঘায়িত করেন, 'আর রহমান' দীর্ঘায়িত করেন এবং আর-রাহীম' দীর্ঘায়িত করেন।
عن قتادة قال: سئل أنس رضي الله عنه كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم؟ فقال كانت مدا ثم قرأ (بسم الله الرحمن الرحيم ) يمد ببسم الله ويمد بالرحمن ويمد بالرحيم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৬১২ | মুসলিম বাংলা