ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১১
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১১) আলী রা. বলেন, তারতীল হল অক্ষরগুলো পরিপূর্ণ সুন্দররূপে পাঠ করা এবং ওয়াকফ বা থামার বিষয় অবগত হওয়া।
عن علي رضي الله عنه قال: الترتيل تجويد الحروف ومعرفة الوقوف
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬১১ | মুসলিম বাংলা