ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১৪
নামাযের অধ্যায়
তারতীল ও তাজবীদ এবং কীভাবে কুরআন পাঠ করতে হবে
(৬১৪) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরআন পাঠের সময় প্রত্যেক আয়াত পৃথকভাবে প্রত্যেক আয়াতের শেষে থেমে থেমে পাঠ করতেন।
كتاب الصلاة
عن أم سلمة رضي الله عنها قالت: أن النبي صلى الله عليه وسلم كان يقطع قراءته آية آية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬১৪ | মুসলিম বাংলা