ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮১
যুহর ও আসরের সালাতে কুরআন পাঠ
(৫৮১) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের সালাতে 'সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা (সূরা আ'লা) ও 'হাল আতাকা' (সূরা গাশিয়া) পাঠ করতেন।
عن بريدة رضي الله عنه مرفوعا: كان يقرأ في الظهر والعصر ب(سبح اسم ربك الأعلى) و(هل أتاك)
tahqiqতাহকীক:তাহকীক চলমান