ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৮০
যুহর ও আসরের সালাতে কুরআন পাঠ
(৫৮০) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরে এবং আসরে সূরা বুরুজ ও সূরা তারিক** বা এই দুই সূরার অনুরূপ কোনো সূরা পাঠ করতেন।
عن جابر بن سمرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في الظهر والعصر بالسماء ذات البروج والسماء والطارق وشبههما
