ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭৯
যুহর ও আসরের সালাতে কুরআন পাঠ
(৫৭৯) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাতে ‘ওয়াল লাইলি ইযা ইয়াগশা' বা সূরা লাইল** পাঠ করতেন । আসরেও তিনি অনুরূপ সূরা পাঠ করতেন। ফজরে তিনি এর চেয়ে দীর্ঘ সূরা পাঠ করতেন।
عن جابر بن سمرة رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر بالليل إذا يغشى وفي العصر نحو ذلك وفي الصبح أطول من ذلك
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)