ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭৮
ফরয সালাত সমূহে কুরআন পাঠের সামগ্রিক বিবরণ
(৫৭৮) তাবিয়ি সুলাইমান ইবন ইয়াসার বলেন, একব্যক্তি যুহরের সালাতের প্রথম দুই রাকআত দীর্ঘ করত এবং শেষ দুই রাকআত হালকা করত। সে আসরের সালাত হালকা করত। সে মাগরিবের সালাতে ছোটছোট মুফাসসাল সূরাগুলো থেকে পাঠ করত, ইশার সালাতে মাঝারি মুফাসসাল সূরাগুলো থেকে পাঠ করত এবং ফজরের সালাতে বড় বড় মুফাসসাল সূরাগুলো থেকে পাঠ করত। তখন আবু হুরাইরা রা. বলেন, আমি যত মানুষের পেছনে সালাত আদায় করেছি তাদের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের সাথে সবচেয়ে বেশী মিল সম্পন্ন সালাত এই ব্যক্তির।
عن سليمان بن يسار قال: كان فلان يطيل الركعتين الأوليين من الظهر ويخفف الأخريين ويخفف العصر ويقرأ في المغرب بقصار المفصل ويقرأ في العشاء بوسط المفصل ويقرأ في الصبح بطول المفصل فقال أبو هريرة رضي الله عنه: ما صليت وراء أحد أشبه صلاة برسول الله صلى الله عليه وسلم من هذا
