ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭৭
ফরয সালাত সমূহে কুরআন পাঠের সামগ্রিক বিবরণ
(৫৭৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা (আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা.) থেকে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মুফাসসাল সূরাগুলোর মধ্য থেকে প্রত্যেকটি ছোট ও বড় সূরা দিয়ে মানুষদের সালাত আদায় করাতে শুনেছি।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أنه قال: ما من المفصل سورة صغيرة ولا كبيرة إلا وقد سمعت رسول الله صلى الله عليه وسلم يوم النّاس بها في الصلاة المكتوبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান