ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭৬
সশব্দে পাঠের সালাত সশব্দে পাঠ করে কাযা করা
(৫৭৬) আবু কাতাদাহ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর শেষ রাতের বিশ্রাম ও ফজরের সালাত থেকে ঘুমিয়ে পড়ার কাহিনী বর্ণনা করেন। হাদীসের শেষে তিনি বলেন, অতঃপর বিলাল আযান দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত আদায় করেন। অতঃপর তিনি ফজরের সালাত আদায় করলেন। তিনি প্রতিদিন ফজরের সালাত যেমনভাবে আদায় করেন ঠিক তেমনভাবেই তা আদায় করলেন।
عن أبي قتادة رضي الله عنه في هذه القصة: ثم أذن بلال بالصلاة فصلى رسول الله صلى الله عليه وسلم ركعتين ثم صلى الغداة فصنع كما كان يصنع كل يوم
