ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৫৭
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো বান্দা প্রত্যেক সালাতের পরে তার দুই করতল বাড়িয়ে দেয় অতঃপর বলে, ‘হে আল্লাহ, আমার মা'বুদ, ইবরাহীমের মা'বুদ, ইসহাকের মা'বুদ, ইয়াকুবের মা'বুদ, জিবরাঈলের মা'বুদ, ইসরাফীলের মা'বুদ, আমি আপনার কাছে প্রার্থনা করি যে, আপনি আমার প্রার্থনা কবুল করবেন; কারণ আমি অসহায়, এবং আপনি আমাকে আমার দ্বীনের বিষয়ে হেফাযত করবেন; কারণ আমি বিপদগ্রস্ত, এবং আপনি আমাকে রহমত প্রদান করবেন; কারণ আমি পাপী, এবং আপনি আমাকে দারিদ্র্যমুক্ত করবেন; কারণ আমি অসহায়' তাহলে আল্লাহর দায়িত্ব হবে তার দুইহাত ব্যর্থ ফিরিয়ে না দেওয়া।
عن أنس رضي الله عنه مرفوعا: ما من عبد بسط كفيه في دبر كل صلاة ثم يقول: اللهم إلهي وإله إبراهيم وإسحاق ويعقوب وإله جبرائيل وميكائيل وإسرافيل عليهم السلام أسألك أن تستجيب دعوتي فإني مضطر وتعصمني في ديني فإني مبتلى وتنالني برحمتك فإني مذنب وتنفي عني الفقر فإني متمسكن إلا كان حقا على الله عز وجل أن لا يرد يديه خائبتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৫৭ | মুসলিম বাংলা