ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫৬
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৬) আব্দুল্লাহ ইবন যুবাইর রা. একব্যক্তিকে দেখেন যে, সে সালাত শেষ করার পূর্বে তার দুইহাত উত্থিত করে রেখেছে। ওই ব্যক্তি সালাত শেষ করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত থেকে বিরত না হওয়া পর্যন্ত তাঁর দুইহাত উঠাতেন না।
عن ابن الزبير رضي الله عنه أنه رأى رجلا رافعا يديه قبل أن يفرغ من صلاته فلما فرغ منها قال: إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته
