ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫৮
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৮) মুসলিম ইবন হারিস তামীমি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে চুপিচুপি বলেন, তুমি যখন মাগরিবের সালাত সমাপ্ত করবে তখন সাতবার বলবে, 'আল্লাহুম্মা, আজিরনী মিনান নার', অর্থাৎ 'হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন'।... এবং যখন ফজরের সালাত আদায় করবে তখনও এরূপ বলবে। (তাহলে ওই রাতে ও ওই দিনে তোমাকে জাহান্নাম থেকে আশ্রয় দেওয়া হবে)।
عن مسلم بن الحارث التميمي رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه أسر إليه فقال: إذا انصرفت من صلاة المغرب فقل: اللّهم أجرني من النار سبع مرات ….. وإذا صليت الصبح فقل كذلك.
