ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪৮
ফরয সালাত ছাড়া বাকি সকল প্রকার সালাত বাড়িতে আদায় উত্তম
(৫৪৮) যাইদ ইবন সাবিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে উত্তম সালাত হল যে সালাত মুসল্লী তার বাড়িতে আদায় করে, শুধুমাত্র ফরয সালাত বাদে।
عن زيد بن ثابت رضي الله عنه مرفوعا: ...فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ফরয ব্যতীত যে কোন নামাযই ঘরে পড়া উত্তম। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/২২) সহীহ সনদে হযরত আব্দুল্লাহ বিন সাআদ রা. থেকে বর্ণিত আছে যে, আমার ঘর মাসজিদের কত নিকটে। এতদ্‌সত্ত্বেও আমার নিকট মাসজিদে নামায আদায় করার চেয়ে ঘরে নামায আদায় করা উত্তম। তবে ফরয নামায হলে ভিন্ন কথা। (ইবনে মাযা-১৩৭৮) শায়খ শুআইব আরনাউত রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।
অবশ্য ফরযের পরের ছুন্নাতে মুয়াক্কাদাহ না পড়ে বের হয়ে গেলে যদি এমন আশঙ্কা থাকে যে, উক্ত নামায হয়তো আর পড়া হবে না তাহলে মাসজিদ থেকে ছুন্নাত পড়ে বের হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন