ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪৭
সালাম ও ঘুরে বসার মধ্যবর্তী সময়ের পরিমাণ
(৫৪৭) আয়িশা রা. বলেন, 'আল্লাহুম্মা আনতাস সালাম... 'হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার থেকেই শান্তি, মহা-বরকতময় আপনি, হে মর্যাদা ও সম্মানের অধিকারী' এই কথাটুকু বলার পরিমাণ সময়ের বেশী রাসূলুল্লাহ (ﷺ) বসতেন না।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول: اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর অর্থ হল, রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করার পরে কিবলামুখি হয়ে তাঁর স্থানে এই পরিমাণের বেশি বসতেন না । এরপর তিনি ডানদিক থেকে বা বামদিক থেকে মুক্তাদিদের দিকে ঘুরে বসতেন। অতঃপর তিনি আল্লাহর মর্যি অনুসারে কোনো কাজে রত হতেন। অথবা তিনি নফল-সুন্নাত আদায়ের জন্য বাড়ির মধ্যে চলে যেতেন । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন