ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪৯
ফরয সালাতের পরে নফল আদায়ের জন্য স্থান পরিবর্তন করা
(৫৪৯) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, এক সালাতের সাথে আরেক সালাত মেলানো যাবে না। এক সালাতের পরে কথা বলে বা বেরিয়ে গিয়ে অন্য সালাত আদায় করতে হবে।
عن معاوية رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمرنا أن لا توصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج
