ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪২
সালাতের পরে যিকির আযকার
(৫৪২) হাসান ইবন আলী রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পরে 'আয়াতুল কুরসি' পাঠ করবে সে পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর যিম্মায় থাকবে।
عن الحسن بن علي رضي الله عنهما مرفوعا: من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة كان في ذمة الله إلى الصلاة الأخرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৪২ | মুসলিম বাংলা