ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪১
সালাতের পরে যিকির আযকার
(৫৪১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পরে আয়াতুল কুরসি' পাঠ করবে মৃত্যু ছাড়া আর কিছুই তার জান্নাতে প্রবেশ রোধ করবে না।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت وقل هو الله أحد
