ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪০
সালাতের পরে যিকির আযকার
(৫৪০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে ৩৩ বার 'সুবহানাল্লাহ', ৩৩ বার 'আলহামদু লিল্লাহ' ও ৩৩ বার আল্লাহু আকবার' বলবে... এবং ১০০ পূর্ণ করতে বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু...', অর্থাৎ ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান', ওই ব্যক্তির পাপসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমূদ্রের ফেনার মতো হয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين... وقال تمام المائة: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر
