ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৪৩
সালাতের পরে যিকির আযকার
(৫৪৩) উকবাহ ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি প্রত্যেক সালাতের পরে আউযু' সূরাগুলো, অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পাঠ করি।
عن عقبة بن عامر رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات (لفظ الترمذي: بالمعوذتين) دبر كل صلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৪৩ | মুসলিম বাংলা