ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৩৫
 নামাযের অধ্যায়
ডানে ও বামে দুই সালাম
(৫৩৫) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ডানদিকে ও বামদিকে সালাম দিতেন, 'আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’, এমনকি (পেছন থেকে) তাঁর গালের শুভ্রতা দেখা যেত।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يسلم عن يمينه وعن يساره: السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده