ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩৪
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩৪) খুফাফ ইবন ঈমা' ইবন রাখসাহ গিফারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতের শেষে বসতেন তখন তাঁর শাহাদাত আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করতেন। মুশরিকগণ বলত, তিনি তা দিয়ে যাদু করেন। তারা মিথ্যা বলত। কিন্তু এ ছিল তাওহীদ বা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনার প্রতীক।
عن خفاف بن إيماء بن رحضة الغفاري رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا جلس في آخر صلاته يشير بأصبعه السبابة وكان المشركون يقولون يسحر بها وكذبوا ولكنه التوحيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৩৪ | মুসলিম বাংলা