ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৩৩
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩৩) আসিম ইবন কুলাইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট প্রবেশ করলাম যখন তিনি সালাত আদায় করছিলেন। তিনি তার বামহাত বাম উরুর উপরে ও ডানহাত ডান উরুর উপরে রেখেছিলেন, হাতের আঙ্গুলগুলো গুটিয়ে রেখেছিলেন এবং শাহাদত আঙ্গুলিকে লম্বা করে দিয়েছিলেন এবং এই অবস্থায় তিনি বলছিলেন, 'হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন'।
عن عاصم بن كليب الجرمي عن أبيه عن جده قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي وقد وضع يده اليسرى على فخذه اليسرى ووضع يده اليمنى على فخذه اليمنى وقبض أصابعه وبسط السبابة وهو يقول: يا مقلب القلوب ثبت قلبي على دينك
