ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫২৪
তাশাহহুদ সালাতের মাঝে হলে উঠে পড়বে, না হলে দরূদ, দুআ ও সালাম বলবে
(৫২৪) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সালাতের মাঝে ও সালাতের শেষে তাশাহহুদ শিক্ষা দিয়েছেন।... যদি তাশাহহুদ সালাতের মাঝে হয় তাহলে তাশাহহুদ শেষ করেই উঠে দাঁড়াবে। আর যদি তাশাহহুদ সালাতের শেষে হয় তাহলে তাশাহহুদের পরে আল্লাহ তাকে যতটুকু তাওফীক দেন সেভাবে সুবিধামতো দুআ করবে। এরপর সে সালাম বলবে।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: علمني رسول الله صلى الله عليه وسلم التشهد في وسط الصلاة وفي آخرها... قال ثم إن كان في وسط الصلاة نهض حين يفرغ من تشهده وإن كان في آخرها دعا بعد تشهده ما شاء الله أن يدعو ثم يسلم
