ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫২৫
তাশাহহুদ সালাতের মাঝে হলে উঠে পড়বে, না হলে দরূদ, দুআ ও সালাম বলবে
(৫২৫) ইবন মাসউদ রা. বলেন, সালাত আদায়কারী ব্যক্তি তাশাহহুদ পাঠ করবে, এরপর সে নবী (ﷺ) এর উপর সালাত (দরূদ) পাঠ করবে। এরপর সে নিজের জন্য দুআ করবে।
عن عبد الله رضي الله عنه قال: يتشهد الرجل ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو لنفسه

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে তাশাহহুদের পরে দুআ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কুরআন বা হাদীসে বর্ণিত বিভিন্ন দুআ বলা উচিত । অথবা কুরআন ও হাদীসের দুআর আলোকে দুআ চাওয়া উচিত। এ বিষয়ে গ্রন্থকার বলেন, এ ক্ষেত্রে দুআর কথা মানুষের কথোপকথনের মতো হবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫২৫ | মুসলিম বাংলা