ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫২৩
তাশাহহুদ
(৫২৩) ইবন মাসউদ রা. বলেন, সুন্নত হল তাশাহহুদ (আত তাহিয়্যাতু...) চুপেচুপে পাঠ করা।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: من السنة أن يخفي التشهد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫২৩ | মুসলিম বাংলা