ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫১২
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১২) সাহল ইবন সা'দ সায়িদি রা.র পুত্র আব্বাস অথবা আইয়াশ বলেন, এক মাজলিসে তার পিতার সাথে আবু হুরাইরা রা, আবু হুমাইদ রা. ও আবু উসাইদ রা. ছিলেন, সেখানে আবু হুমাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত পদ্ধতি বর্ণনা করেন। এই হাদীসে তিনি উল্লেখ করেন, ‘অতঃপর তিনি আল্লাহু আকবার বলে সাজদা করেন । অতঃপর তিনি আল্লাহু আকবার বলেন এবং না বসেই উঠে দাঁড়ান’ ।
عن عباس أو عياش بن سهل (بن سعد) الساعدي في هيئة صلاة أبيه في مجلس فيه أبو هريرة وأبو حميد وأبو أسيد رضي الله عنهم وفيه : ثم كبر فسجد ثم كبر فقام ولم يتورك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫১২ | মুসলিম বাংলা