ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫১৩
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১৩) আবু মালিক আশআরি রা. মদীনা থেকে ফিরে তার গোত্রের সকল নারী-পুরুষ একত্র করে তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত পদ্ধতি শিক্ষা দেন। এই দীর্ঘ হাদীসের মধ্যে রয়েছে, এরপর তিনি আল্লাহু আকবার' বলেন ও সাজদায় পড়ে যান। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে তার মাথা উঠান। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে সাজদা করেন। অতঃপর তিনি 'আল্লাহু আকবার' বলে সোজা দাঁড়িয়ে পড়েন ।
عن أبي مالك الأشعري رضي الله عنه في تعليمه صلاة رسول الله صلى الله عليه وسلم قومه وفيه: ثم كبر وخر ساجدا ثم كبر فرفع رأسه ثم كبر فسجد ثم كبر فانتهض قائما

হাদীসের ব্যাখ্যা:

এ সকল হাদীস থেকে জানা যায় যে, প্রথম ও তৃতীয় রাকআতে দ্বিতীয় সাজদার পরে দ্বিতীয় ও চতুর্থ রাকআতে উঠে দাঁড়ানোর পূর্বে বসা সালাতের সুন্নাত নয়। বরং সাজদা শেষে সরাসরি উঠে দাঁড়িয়ে পড়াই সুন্নাত। এ বিষয়ে গ্রন্থকার বলেন, এই বিষয়টি নিম্নের হাদীস থেকেও বোঝা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান