ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫১১
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১১) তাবিয়ি নু'মান ইবন আবু আইয়াশ বলেন আমি একাধিক সাহাবিকে দেখেছি, তারা প্রথম ও তৃতীয় রাকআতে সাজদা থেকে মাথা উঠানোর পরে ওই অবস্থাতেই দাঁড়িয়ে পড়তেন, দাঁড়ানোর আগে বসতেন না।
عن النعمان بن أبي عياش قال: أدركت غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم فكان إذا رفع رأسه من السجدة في أول ركعة والثالثة قام كما هو ولم يجلس
