ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫১০
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫১০) তাবিয়ি ওয়াহব ইবন কাইসান বলেন, আমি দেখলাম আব্দুল্লাহ ইবন যুবাইর রা. দ্বিতীয় সাজদা শেষ করে সাজদার মধ্যে দুইপা যেভাবে থাকে সেভাবেই দুই পায়ের আঙ্গুলগুলোর উপর ভর করে সোজা হয়ে দাঁড়ালেন ।
عن وهب بن كيسان قال: رأيت ابن الزبير رضي الله عنه إذا سجد السجدة الثانية قام كما هو على صدور قدميه
