ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫০৯
প্রথম ও তৃতীয় রাকআত থেকে পায়ের আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো
(৫০৯) তাবিয়ি আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেন, আমি আব্দুল্লাহ ইবন মাসউদের সালাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমি দেখলাম তিনি উঠে দাঁড়াচ্ছেন এবং বসছেন না। তিনি প্রথম ও তৃতীয় রাকআতে পায়ের আঙ্গুলগুলোর উপর উঠে দাঁড়াচ্ছেন।
عن عبد الرحمن بن يزيد قال: رمقت عبد الله بن مسعود رضي الله عنه في الصلاة فرأيته ينهض ولا يجلس قال: ينهض على صدور قدميه في الركعة الأولى والثالثة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫০৯ | মুসলিম বাংলা