ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৪
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৪) তাবিয়ি তাউস বলেন, আমরা ইবন আব্বাস রা.কে দুই পায়ের গোড়ালির উপর নিতম্ব রেখে বসার বিষয়ে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, এরূপ বসা সুন্নত। আমরা বললাম, আমরা তো এইরূপ বসাকে মানুষের জন্য অসৌজন্যমূলক ও অশোভনীয় বলে মনে করি। ইবন আব্বাস রা. বলেন, বরং তা তোমার নবী (ﷺ) এর সুন্নত।
عن طاوس يقول: قلنا لابن عباس رضي الله عنه في الإقعاء على القدمين فقال هي السنة فقلنا له إنا لنراه جفاء بالرجل فقال ابن عباس بل هي سنة نبيك صلى الله عليه وسلم
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত এখানে ‘সুন্নাত' অর্থ হল, ওযর বা অসুবিধা হলে এভাবে বসার অনুমতি সুন্নাত দ্বারা প্রমাণিত। এখানে ‘সুন্নাত' অর্থ এই নয় যে, এভাবে বসাই সুন্নাত। নিম্নের হাদীসটি থেকে তা বোঝা যায় ।
