ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৩
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা থেকে মাথা উঠাতেন তখন পরিপূর্ণ ও স্থিরভাবে না বসে পুনরায় সাজদা করতেন না।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي جالسا
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, প্রথম সিজদা থেকে উঠে ধীরস্থিরভাবে বসে তারপরে দ্বিতীয় সিজদা করা। এবং এ বৈঠকে উভয় পা খাড়া রেখে গোড়ালীর উপর বসা ধীরস্থিরতার পরিপন্থী। তাই তাশাহহুদের বৈঠকের নিয়ম অনুযায়ী বাম পা বিছিয়ে দিয়ে তার উপর নিতম্ব রেখে শান্তভাবে বসা। তাশাহহুদের বৈঠকের মত হাত দুটি দুই রানের উপর রাখা। ধীরস্থিরভাবে বসার জন্য এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরী। এটা হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৫)
