ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০২
কাপড়ের প্রাক্ত, টুপি বা পাগড়ির উপর সাজদা করা
(৫০২) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, তৎকালীন মানুষেরা (সাহাবিগণ) পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন এবং (সাজদার সময়) তাদের হাতগুলো হাতার মধ্যে বা পরিধানের কাপড়ের মধ্যে থাকত।
عن الحسن أنه قال: كان القوم يسجدون على العمامة والقلنسوة ويداه في كمه
