ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫০৫
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৫) তাবিয়ি মুগীরাহ ইবন হাকীম বলেন, তিনি দেখেন যে, আব্দুল্লাহ ইবন উমার রা. দুই সাজদার মধ্যবর্তী সময়ে তার পায়ের আঙ্গুলের উপর (দুইপা খাড়া রেখে গোড়ালির উপর ) বসছেন। তিনি সালাত শেষ করলে মুগীরাহ তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ইবন উমার রা. বলেন, এভাবে বসা সালাতের সুন্নত নয়, আমি আমার অসুস্থতার কারণে এভাবে বসি।
عن المغيرة بن حكيم أنه رأى عبد الله بن عمر رضي الله عنهما يرجع في سجدتين في الصلاة على صدور قدميه فلما انصرف ذكر له ذلك فقال: إنها ليست سنة الصلاة وإنما أفعل هذا من أجل أني أشتكي
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, সালাতের সুন্নাত হল, দুই সাজদার মাঝে তাশাহহুদের মতো বসা।
