ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯১
সাজদার পদ্ধতি
(৪৯১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা করতেন তখন তাঁর নাক ও কপাল দৃঢ়ভাবে মাটিতে স্থিত করতেন। এবং তিনি তাঁর দুই হাতকে তাঁর দুইপার্শ্ব থেকে দূরে সরিয়ে রাখতেন। আর তিনি তাঁর দুই হাতের তালু দুই কাঁধের সমান্তরালে রাখতেন ।
عن أبي حميد الساعدي رضي الله عنه مرفوعا: كان إذا سجد أمكن أنفه وجبهته من الأرض ونحى يديه عن جنبيه ووضع كفيه حذو منكبيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৯১ | মুসলিম বাংলা